About Us

K. K. EDUCATIONAL SOCIETY

The Roots of Education
Govt. Regd. No. - S/2L/17211

কোতুয়ালি কচিমন এডুকেশনাল সোসাইটি ৩২ বছর ধরে শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে কাজ করে আসছে। বিগত দিনে মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে বহু ছাত্র-ছাত্রীকে উদ্বুদ্ধ করা ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর কাজে আমরা সফল হয়েছি। বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞান বিষয় বাড়ানোর জন্য আমাদের প্রয়াস বাংলাকে চিনতে , দেশকে জানতে, বিশ্বের খাস খবর রাখতে জানা-অজানার মেধা অন্বেষণ । সকল অভিভাবক, শিক্ষকদের অনুপ্রেরণায় স্কুলের কাছে আজকের ছাত্র-ছাত্রীরা একটু খবরের কাগজ পড়ুক ও টিভিতে সংবাদ দেখুক আর যারা জানা অজানা মেধা অন্বেষণের মাধ্যমে সাধারণ জ্ঞানের দক্ষতা বারাক ।

কে কে এডুকেশনাল সোসাইটি বাংলার সুপ্ত কিশোর - কিশোরী প্রতিভার সন্ধানে রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা চিত্রকলায় রামধনু আয়োজন করে আসছে। বাংলার প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মানকে জেলা বা রাজ্যস্তরে তুলে ধরে কৃতিত্ব ও সম্মান অর্জন করার লক্ষ্যে কে কে এডুকেশনাল সোসাইটির বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এর আয়োজন করে ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রাজ্যের কৃতি ছাত্র-ছাত্রীদের এবং জেলার সেরাদের সংবর্ধিত করা হয় সারা বছরের সব কর্মসূচি , সব খবর ও সব অনুষ্ঠানের ছবি দিয়ে বাৎসরিক পত্রিকা প্রকাশিত হয়। মশাল দৌড় রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা সহ সমাজসেবার বিভিন্ন কর্মসূচিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি ।

আগামীতে আমরা বাংলা জুড়ে মেধা অনেস চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষার প্রসারের সচেতনতা শিবিরের আয়োজন করছি । সকল অভিভাবক শিক্ষককুলের কাছে আজকের ছাত্রছাত্রীরা একটু খবরের কাগজ পড়ুক ও টিভিতে সংবাদ দেখুক আর জানা অজানা মেধা অনশন এর মাধ্যমে সাধারণ জ্ঞানের দক্ষতা বাড়াক ।


আমাদের পরীক্ষার বিশেষত্ব

1) প্রতিটি পরীক্ষার সেরা ছাত্র-ছাত্রীদের জেলায় জেলায় অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সংবর্ধনা জ্ঞাপন করা হয় । 2) পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের কে ডিজিটাল শংসাপত্র প্রদান করা হয় । 3) সংগঠনের মুখপাত্রে সেরা ছাত্র-ছাত্রীদের ছবি সমেত তালিকা প্রকাশিত করা হয় । 4) জেলার বইমেলাতে কে কে এডুকেশনাল - এর বুক স্টলে পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করা হয় । 5) আমাদের পরীক্ষা একই দিনে সারা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়ে থাকে । 6) আমাদের ওয়েবসাইটে পরীক্ষার সব তথ্য এবং পরীক্ষার সব রকম আপডেট জানতে আমাদের । 7) পরীক্ষার ফলাফল জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে এডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী ।