Examination

  • চিত্রকলায় রামধনু

রাজ্যব্যাপী বসে আঁকা প্রতিযোগিতা

বিবেক ঘোষ (পুনে) ** ** শুভজিত ময়রা (কলকাতা) ** ** সুশান্ত দাস ** ** কৌশিক চৌধুরী (মালদা) ** রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার তারিখ ১৭ এবং ২৪ শে জুলাই ২০২২ । প্রতিযোগিতায় প্রবেশ মূল্য ৮০ টাকা ।

সারা বাংলা জুড়ে রং ভরো ছবি আঁকো প্রতিযোগিতা পশ্চিমবঙ্গের সব জেলায় অনুষ্ঠিত হবে । বাংলার সুপ্ত শিশু-কিশোর-কিশোরী প্রতিভার সন্ধানে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন । জেলা তথা রাজ্যের খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীরা প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন । প্রত্যেক জেলায় প্রত্যেক বিভাগের সেরা দশ জনকে অরবিন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় , নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত মমেন্টো এবং ডিজিটাল শংসাপত্র প্রদান করা হবে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে । পুরস্কার প্রাপ্ত ছবিগুলি দিয়ে জেলা তথা কেন্দ্রীয় পর্যায়ে প্রদর্শিত করার কথা ভাবা হয়েছে ।


আরও পুরষ্কার

১৫ জুন ২০২২ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, জন্ম সার্টিফিকেট প্রত্যায়িত নকল কপি দিতে হবে । GROUP ও বিষয়

A -( নার্সারী - কেজি ) - রং ভরো মন ভরে

B - ( প্রথম - দ্বিতীয় )- আমাদের যানবাহন

C - ( তৃতীয় - চতুর্থ ) - পশুদের ভালোবাসি

D - ( পঞ্চম - সপ্তম ) - বইমেলাতে বই কিনি

E - ( অষ্টম - দশম ) - COVID 19

GROUP A & GROUP B প্যাস্টেল ; GROUP C প্যাস্টেল / স্কেচ পেন; GROUP D & GROUP E জল রং ব্যবহার করতে পারবে।

পুরস্কার প্রাপ্ত ছবিগুলি দিয়ে ২০২৩ শে জেলা বই মেলাতে প্রদর্শিত করা হবে । অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে শংসাপত্র ।

ফলাফল প্রকাশিত হবে - ১০ ই সেপ্টেম্বর ২০২২ ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান - অক্টোবর ২০২২ ।